০৬. রাত্রিযাপন :

পথশিশুদের অন্যতম  প্রধান সমস্যা  নিরাপদ আশ্রয়স্থলের। রাতে এবং দিনে এ সকল শিশুদের  নিরাপদ আশ্রয় থাকে না বলেই এরা শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতন ও নিপীড়নের শিকার হয়।এই সকল শিশুদের নিরাপদ আশ্রয় প্রদানের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে প্রতিষ্ঠা করা হয়েছে ২ টি পুনর্বাসন কেন্দ্র। জানুয়ারী ২০১৬ থেকে মে ২০১৯ পর্যন্ত ২ টি পুনর্বাসন কেন্দ্রে সর্বমোট ৩১৫৮জন শিশু রত্রিযাপন করেছে।