মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ :


২২ জানুয়ারী ২০১৯ খ্রিঃ তারিখ থেকে পথশিশু ও ঝুঁকিতে থাকা শিশুদের কারিগরী দক্ষতা বৃদ্ধির লক্ষে পথশিশু পুনর্বাসন কার্যক্রম এর উদ্যোগে ১৪ থেকে ১৮ বছর বয়সের শিশুদের মোবাইল সার্ভিসিং এবং রিপিয়ারিং এর উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কার্যক্রমের আওতাভুক্ত ২ টি পুনর্বাসন কেন্দ্রে সপ্তাহে ৫ দিন এই প্রশিক্ষণ প্রদান করা হয়। কাওরান বাজার পুনর্বাসন কেন্দ্রে সকাল ১০ : ০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত এবং কমলাপুর পুনর্বাসন কেন্দ্রে বিকেল ২: ৩০ টা থেকে ৫ : ০০ টা পর্যন্ত প্রতিটি ব্যাচে ১৫ জন করে ২ টি ব্যাচে ৩০ জন শিশুকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণের বিষয়বস্তু যথাক্রমে : মোবাইল হার্ডওয়ার - মাইথ স্পিকার, রিংগার, ডিসপ্লে, ব্যাটারি, মাদার বোর্ড মেরামত সহ মোবাইলের যাবতীয় সমস্যা সমাধান করা তত্বীয় ও প্রাকটিক্যাল শিক্ষা।